সোয়া ২ ঘণ্টা পর আখাউড়া স্টেশন ছেড়ে গেলো মহানগর গোধূলি
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে সোয়া দুই ঘণ্টা পর ছেড়ে গেছে।
সোমবার (৬ জুন) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে এ স্টেশনে আটকা পড়ে ট্রেনটি। ত্রুটি মেরামতের পর রাত সোয়া ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে আখাউড়া স্টেশন ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রেনের শেষের দিকের গার্ড ব্রেকের কোচের কাপলিং (সংযোগ পদ্ধতি) ছিঁড়ে যায়। পরে এটি মেরামতে কাজ করা হয়। কাজ শেষে রাত সোয়া ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম