দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৭ জুন ২০২২

দিনাজপুর-রংপুর মহাসড়কের ব্যাঙকালী এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে ২১ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার ব্যাঙকালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের নাম আব্দুর রহিম (৪০)। তিনি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। বাকি একজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে আহসান পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯১৮৯) পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ব্যাঙকালী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একটি গাছে ধাক্কা দেয় এবং ব্রিজের র্যালিংয়ে গিয়ে আটকে যায়।

স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করলে দিনাজপুর এবং সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে হতাহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পর ২ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম জানান, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।