বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি, বন্ধ আমদানি-রপ্তানি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৭ জুন ২০২২
কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা

যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মবিরতি পালন করছেন। এতে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

jagonews24

জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতির ডাক দেয় ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

এ বিষয়ে সংগঠনের বেনাপোল সভাপতি আলহাজ শামছুর রহমান বলেন, ‘২০২০ লাইসেন্সিং বিধিমালা সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও তারা আমলে নেয়নি। অবশেষে অ্যাসোসিয়েশনের সবার মতামত নিয়ে যৌক্তিক দাবি আদায়ে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা এ কর্মবিরতি পালন করবেন।’

মো. জামাল হোসেন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।