এজেন্টদের কর্মবিরতিতে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে স্থলবন্দরে চলছে এই কর্মবিরতি।
বাংলাদেশ ফেডারেশন অব সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে চলা এ কর্মবিরতির ফলে স্থলবন্দরে পণ্যবোঝাই অন্তত ২০টি ট্রাক ট্রাক আটকা পড়েছে। এর মধ্যে আমদানি করা গম বোঝাই ১৫টি ও রপ্তানি পণ্য নিয়ে পাঁচটি ট্রাক স্থলবন্দরে অবস্থান করছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিতর্কিত আইন বাতিলের দাবিতে সারাদেশেই কর্মবিরতি চলছে।
এছাড়া কর্মবিরতির ফলে এ বন্দর দিয়ে অন্তত ৩ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের।
আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এমএস