ভোলায় এক ইলিশ ৪২০০ টাকায় বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০৭ জুন ২০২২
বড় ইলিশটি কিনে নেন আড়তের ব্যবসায়ী

ভোলায় বর্তমানে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ মাছ ধরা পড়ছে না। তবে মাঝে মধ্যে মিলছে দুই থেকে আড়াই কেজির ইলিশ। স্থানীয়দের কাছে যা রাজা ইলিশ নামে পরিচিত।

মঙ্গলবার (৭ জুন) ১ কেজি ৮২০ গ্রামের একটি ইলিশ জেলেদের জালে ধরা পড়ে। ওই ইলিশটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্যঘাটে বিক্রি হয় ৪ হাজার ২০০ টাকায়। আজ রাতেই মাছটি বিক্রির জন্য বরিশালের মোকামে পাঠানো হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী মো. মঞ্জু ইসলাম।

তিনি বলেন, ‘বর্তমানে নদীতে ইলিশের পরিমাণ কম থাকলেও যা পাওয়া যাচ্ছে বড় সাইজের। আজ সকালে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর গ্রামের জেলে মো. চৌধুরী মাঝি ওই এলাকার মেঘনা নদীতে জাল ফেললে বেশ কয়েকটি ইলিশের সঙ্গে এক কেজি ৮২০ গ্রামের রাজা ইলিশটি ধরা পড়ে। দুপুরে মাছটি বিক্রির জন্য সে তুলাতুলি মৎস্যঘাটে নিয়ে আসেন। সেখানে সবার সামনে নিলামের মাধ্যমে আমি সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকায় ইলিশটি কিনি।’

এ মাছ ব্যবসায়ী বলেন, ‘ভোলার স্থানীয় বাজারে রাজা ইলিশের চাহিদা থাকলেও এর ভালো দাম পাওয়া যায় না। কিন্তু বরিশাল ও ঢাকার পাইকারি আড়তে রাজা ইলিশের অনেক চাহিদা। দামও বেশি পাওয়া যায়। আজ রাতে বরিশাল আড়তে অন্য ইলিশের সঙ্গে এটিও পাঠাবো। আশা করছি রাজা ইলিশটি ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো।’

জুয়েল সাহা বিকাশ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।