বেনাপোলে কর্মবিরতি প্রত্যাহার, আমদানি-রপ্তানি স্বাভাবিক
যশোরের বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। বুধবার (৮ জুন) দুপুরে সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল থেকে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। এতে করে স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
আজিম উদ্দিন গাজী বলেন, স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারকে প্রত্যাহার, বন্দরে পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহসহ দক্ষ চালক নিয়োগ, পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধি ও বন্দর এলাকা যানজটমুক্ত রাখার দাবি করে আসছেন ট্রান্সপোর্ট এজেন্সি মালিকরা।

তিনি বলেন, এ বন্দরের মাধ্যমে সরকার প্রতিবছর প্রায় ৫-৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে। কিন্তু বন্দরে পর্যাপ্ত ইকুইপমেন্ট (ক্রেনের মতো সরঞ্জাম) না থাকায় পণ্য ওঠা-নামা চরমভাবে ব্যাহত হচ্ছে। গত ১৬ মের মধ্যে এসব সরঞ্জামের ব্যবস্থা করা না হলে ১৭ মে থেকে পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে ৩১ মের মধ্যে বন্দরে তিনটি ক্রেন ও তিনটি ফর্কলিফট সরবরাহ এবং দক্ষ চালক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই শর্তে ওই আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু এখন পর্যন্ত বন্দরে কোনো প্রত্যাশিত সরঞ্জাম সরবরাহ করা হয়নি।
সমিতির এ নেতা বলেন, দাবি আদায়ের জন্য বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করে আজ (বুধবার) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়। কিন্তু আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন, জাতীয় বাজেট ঘোষণা, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। এসব উল্লেখ করে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের অনুরোধে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি কর্মবিরতি প্রত্যাহার করেছে। বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।
মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম