গাজীপুরে এসি বিস্ফোরণে দগ্ধ ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৮ জুন ২০২২
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে একটি বেসরকারি ব্যাংকে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছেন। বুধবার (৮ জুন) বিকেল ৩টার দিকে ইউনিয়ন ব্যাংকের মৌচাক শাখায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, শরিফ উদ্দিন ওরফে তাহসিন (৩০) গিয়াস উদ্দিন (৪৫) এসির মিস্ত্রী জাকারিয়া চৌধুরী (২৩) আমিনুল ইসলাম (৩৫)।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, বিস্ফোরণে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, বিকেল ৩টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে দুজন টেকনিশিয়ান এসি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ এসিটি বিস্ফোরণ ঘটে। এতে মেরামতকারী দুই টেকনিশিয়ান ও ব্যাংকের দুই কর্মকর্তা আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।