ভৈরব নদের বালু উত্তোলনের প্রতিবাদে স্মারকলিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৮ জুন ২০২২

 

ভৈরব নদ থেকে বালু উত্তোলন করে পুকুর ভরাটের প্রতিবাদে ও সংশ্লিষ্ট ঠিকাদারের শাস্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘জনউদ্যোগ যশোর’ নামে একটি সংগঠন।

বুধবার (৮ জুন) বেলা ১১টার দিকে যশোরের জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, ভৈরব নদে ড্রেজিং মেশিন বসিয়ে দীর্ঘ পাইপের মাধ্যমে এক মাসের বেশি সময় ধরে বালু তোলা হচ্ছে। এই বালু তুলে পুলিশ লাইনের পুকুর ভরাট করা হচ্ছে। যশোর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে দীর্ঘদিন ধরে এ বালু উত্তোলন কার্যক্রম বুঝিয়ে দিচ্ছে পরিবেশ বিপর্যয় ও জলবায়ুগত পরিবর্তনের বিষয়গুলো মেনে চলার প্রয়োজন দেখা দেয়নি।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, পুকুর ভরাট ও নদীর গভীর থেকে বালু উত্তোলন দুটিই পরিবেশ বিপর্যয়মূলক কাজ। যারা এই কাজ বন্ধ করবেন না তারাই বালু উত্তোলন কাজের সঙ্গে জড়িত। বালি অধিক গভীর থেকে উত্তোলন করা হলে আশপাশের অনেক দূর এলাকা ভূকম্পনজনিত ব্যাপক ভূমিধসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। এ অবস্থা কাটিয়ে উঠতে প্রায় শত বছর লেগে যাবে।

স্মারকলিপিটি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত। এসময় উপস্থিত ছিলেন ‘জনউদ্যোগ যশোর’র আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদ, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দোলাহ, সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি ও জনউদ্যোগ সদস্য অ্যাডভোকেট আবুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও জনউদ্যোগ সদস্য মাহাবুবুর রহমান মজনু, যশোর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও জনউদ্যোগ সদস্য মিলন রহমান, নারী নেত্রী অ্যাডভোকেট আফরোজা বেগম, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, জনউদ্যোগ সদস্য সচিব কিশোর কুমার কাজল প্রমুখ।

মিলন রহমান/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।