খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে নুসাইবা বেগম (২) ও আফনান (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুন) ভোলার মনপুরা ও চরফ্যাশন উপজেলায় পৃথক স্থানে এ দুটি ঘটনা ঘটে।
নিহত নুসাইবা ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের মো. কবির হোসেনের মেয়ে ও আফনান ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের প্রবাসী মো. ইব্রাহীমের ছেলে।
নুসাইবার পরিবারের সদস্যরা জানান, নুসাইবার মা দুপুরে ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় নুসাবইবা ঘরে একা একা খেলা করছিল। একপর্যায়ে সে ঘর থেকে বেরিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। তার মা দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে পুকুরে নুসাইবার দেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ।
অন্যদিকে, খেলা করার সময় পাশের পুকুরে পড়ে নিখোঁজ হয় আফনান। পরিবারের লোকজন দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে শিশুটি পানিতে ডুবে গেছে সন্দেহ হলে পুকুরে জাল ফেললে আফনানের মরদেহ উঠে আসে।
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহির পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/আরএডি