সৈয়দপুর-কক্সবাজার রুটে ৫৩ দিন বিমানের ফ্লাইট স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৩ জুন ২০২২
ফাইল ছবি

সৈয়দপুর-কক্সবাজার রুটে ৫৩ দিনের জন্য সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (১৩ জুন) সকালে সৈয়দপুর বিমান বন্দরের দায়িত্বরত কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ রুটে সপ্তাহে দুদিন বিমান চলাচল করতো। হজ্ব যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৩ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত এ রুটের বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

বিমান বাংলাদেশের সৈয়দপুরের ব্যবস্থাপক হারুন-অর-রশিদ জানান, হজ্ব যাত্রীদের কথা মাথায় রেখে বিমানের সিডিউলে রদবদল করা হয়েছে। আপাতত সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ যাত্রী সেবা দিতে পারছে না। ৪ আগস্ট পর্যন্ত রুটটি বন্ধ থাকার পর পুনরায় এ রুটে বিমান চলাচল স্বাভাবিক হবে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।