কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৪ জুন ২০২২
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে নির্মাণাধীন একটি গির্জার হাউজের পানিতে ডুবে পূরনিন্দ চৌধুরী নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পূরনিন্দ চৌধুরী দক্ষিণ চুয়ারিয়াখোলা এলাকার শ্যামল চৌধুরীর মেয়ে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসফিয়া আশরাফী জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি মেম্বার সাদেকুর রহমান সাদেক বলেন, দুপুরে শিশু পূরনিন্দকে নিয়ে তার মা মাঠে গরু চরাতে যান। তিনি গরু নিয়ে ব্যস্ত থাকা অবস্থায় পূরনিন্দ মাঠে খেলা করছিল। হঠাৎ তার মা বাড়ি চলে আসেন। পরে পূরনিন্দর কথা মনে হলে আর খুঁজে পাননি। বাড়ির আশপাশের কোথাও খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না।

এক পর্যায়ে মাঠ সংলগ্ন এলাকায় নির্মাণাধীন চড়াখলা গির্জার পানির হাউজে শিশুটিকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুর রহমান আরমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।