ভোটের লাইনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সুকুমার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)।
প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৫ জুন ২০২২
থলপাড়া পরিবার কল্যাণ কেন্দ্রে নারী ভোটারের লাইন

ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন সুকুমার সরকার (৬৭)। লাইনেও দাঁড়িয়েছিলেন। কিন্তু ভোট আর দেওয়া হয়নি। লাইনে থাকা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের থলপাড়া পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সুকুমার সরকার বৈলানপুর গ্রামের দীরমনি সরকারের ছেলে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ রাজবংশী জাগো নিউজকে বলেন, সুকুমার সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলেও তার পরিবার জানিয়েছে।

এস এম এরশাদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।