হিলিতে কমেছে সবধরনের সবজির দাম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৫ জুন ২০২২

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলিতে সবধরনের সবজির দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি সবজির দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। সবজির দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আবহাওয়া ভালো ও বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা।

সরেজমিন হিলি বাজারের খুচরা দোকানগুলো ঘুরে দেখা গেছে, সপ্তাহখানেক আগেও ঢেঁড়শ বিক্রি হচ্ছিল ৪০ টাকা কেজি। এখন দাম কমে বিক্রি হচ্ছে ১০ টাকা। এছাড়া ২৫ টাকার পটোল ১৫ টাকা, ৪০ টাকা কেজির করলা ২৫ টাকা, ৬০ টাকার কাঁচামরিচ ৩০ টাকা, ৪০ টাকার বেগুন ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগে এক হালি লেবু ২০ টাকায় বিক্রি হলেও এখন দাম কমে হয়েছে ৬ টাকা।

jagonews24

আসলাম হোসেন নামের এক ক্রেতা জাগো নিউজকে বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম অনেকটা কম। এভাবে দাম কম থাকলে আমাদের সংসারে অনটন হয় না। আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই। দাম যত কম হবে ততই আমাদের জন্য ভালো।’

সবজিবিক্রেতা আলম জাগো নিউজকে বলেন, ‘বাজারে সবধরনের সবজির সরবরাহ বেড়েছে। এতে দামে খুব একটা প্রভাব পড়েছে না। দাম কম হলেও বেচাবিক্রি আগের চেয়ে বেশি হচ্ছে।’

jagonews24

আবু রায়হান নামের আরেক ব্যবসায়ী বলেন, আমাদের এ এলাকায় গতবারের তুলনায় এবার সবজির ফলন ভালো হয়েছে। বাজারে সবজির সরবরাহ অনেক বেশি হওয়ায় দাম অনেকটা কমে গেছে।

মো. মাহাবুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।