মির্জাপুরে নৌকা-স্বতন্ত্র সমানে সমান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১০:২৮ পিএম, ১৫ জুন ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে তিন ইউনিয়নে নৌকা ও তিনটিতে স্বতন্ত্রপ্রার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার (১৫ জুন) সন্ধ্যা উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন- উপজেলার আজগানা ইউনিয়নে কাদের শিকদার
(নৌকা), ফতেপুর ইউনিয়নে আব্দুর রউফ (নৌকা), বহুরিয়া ইউনিয়নে আবু সাইদ (নৌকা), লতিফপুর ইউনিয়নে আলী হোসেন রনি (মোটরসাইকেল), তরফপুর ইউনিয়নে আজিজ রেজা (মোটরসাইকেল) ও ভাওড়া ইউনিয়নে মাসুদুর রহমান (ঘোড়া)।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এস এম এরশাদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।