ভাওয়াল এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৬ জুন ২০২২

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস লোকাল ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। পরে একে একে ট্রেনের পিছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

jagonews24

তিনি আরও জানান, রাজেন্দ্রপুর এলাকায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঢাকাগামী কমিউটার শ্রীপুর স্টেশনে ও ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।

jagonews24

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হবে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে বগিটি উদ্ধার করা সম্ভব হবে।

আমিনুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।