মির্জাপুরে সদ্য সাবেক তিন চেয়ারম্যানের ভরাডুবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৬ জুন ২০২২
জাকির হোসেন, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম সিকদার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছয় ইউপি নির্বাচনে সদ্য সাবেক তিন চেয়ারম্যানই পরাজিত হয়েছেন।

বুধবার (১৫ জুন) এ উপজেলার বহুরিয়া, আজগানা, তরফপুর, লতিফপুর, ভাওড়া ও ফতেহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে লতিফপুর ইউপিতে সদ্য সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভওড়া ইউপিতে সদ্য সাবেক চেয়ারম্যান মো. আমজাদ হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পান। আজগানা ইউপিতে সদ্য সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার এবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে লতিফপুর ইউপিতে মো. জাকির হোসেন নৌকা প্রতীকে ৩ হাজার ১১৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন রনি মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

ভাওড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত মো. আমজাদ হোসেন নৌকা প্রতীকে ৩ হাজার ৪৪৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান ঘোড়া প্রতীকে ৪ হাজার ৫৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া আজগানা ইউপিতে রফিকুল ইসলাম সিকদার এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ হাজার ৪৫৪ ভোট পান। এই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুল কাদের নৌকা প্রতীকে ১০ হাজার ২৬৮ ভোট পেয়ে তাকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত মির্জাপুর উপজেলার ছয়টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বুধবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম এসব নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এস এম এরশাদ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।