বন্যায় সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১১:০৫ পিএম, ১৬ জুন ২০২২
বন্যার পানিতে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে করে বিচ্ছিন্ন হয়ে গেছে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে দেখা যায়, পাহাড়ি ঢলের পানিতে গোবিন্দগঞ্জ এলাকার মূল সড়ক প্লাবিত হয়ে পড়েছে। এরপর রাত ১০টায় পানির গতি বেশি হওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বর্তমানে ওই সড়ক দিয়ে কোনো দূরপাল্লার যান যেতে পারছে না। এদিকে সুনামগঞ্জে টানা কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। সুরমা নদীর পানিও প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে বলেন, সড়ক প্লাবিত হয়ে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।