জামালপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১১:১৩ এএম, ২০ জুন ২০২২
ফাইল ছবি

জামালপুরের ইসলামপুরে বাড়ির আঙিনায় বন্যার পানিতে ডুবে আরিফা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুন) সকালে উপজেলার চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বামনা ঘোনাপাড়া গ্রামে মুছু মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আলম মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, পাহাড়ি ঢলে কয়েকদিনে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ প্লাবনে অনেকের বাড়ির উঠোন ও আঙিনায় পানি প্রবেশ করে। বন্যায় আরিফাদের বাড়ির আশপাশেও পানি আসে। এ পানিতে আরিফা গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তার মরদেহ পানি থেকে উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয় গুঠাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু মিয়া জাগো নিউজকে বলেন, বন্যার পানিতে খেলতে গিয়ে সকালে শিশুটি মারা যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।