সিরাজগঞ্জে বাড়ছে পানিবন্দির সংখ্যা, নিত্যপণ্যের সংকট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২০ জুন ২০২২
পানিবন্দি হয়ে ভোগান্তিতে হাজার হাজার মানুষ

টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনাসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সোমবার (২০ জুন) জেলার পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক হাসানুর রহমান।

তিনি বলেন, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জে বাড়ছে পানিবন্দির সংখ্যা, নিত্যপণ্যের সংকট

পানি বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ নদী ফুলজোড়, করতোয়া, বড়াল, হুড়াসাগর, ইছামতী নদীসহ চলনবিলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। পরিস্থিতি অবনতি হওয়ায় দিন দিন পানিবন্দি মানুষের সংখ্যা বাড়ছে। এতে করে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, খাবারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দিয়েছে।

জেলার চৌহালী, শাহজাদপুর, কাজিপুর, এনায়েতপুরের নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে এসব এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে কাজ চলছে।

সিরাজগঞ্জে বাড়ছে পানিবন্দির সংখ্যা, নিত্যপণ্যের সংকট

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, যমুনা নদীর পানি বিপদৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নদী তীর এলাকায় সৃষ্ট ভাঙন রোধসহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পারভেজ আলী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।