হিলিতে ভারতীয় ভুট্টাবোঝাই ট্রাকে মাদক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২১ জুন ২০২২

দিনাজপুরের হিলিতে ভারত থেকে আমদানিককৃত ভুট্টাবোঝাই ট্রাকের কেবিন থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

সোমবার (২০ জুন) রাত ৮টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কাস্টমস পানামা পোর্টের অভ্যন্তর থেকে মাদকদ্রব্যসহ ট্রাকটি জব্দ করা হয়। হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপ-কমিশনার কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভারত থেকে আমদানিকৃত ভুট্টাবোঝাই ট্রাকে মাদক আসছে এমন তথ্যের ভিত্তিতে পোর্টের অভ্যন্তরে অভিযান চালানো হয়।

এ সময় ডব্লিউ বি- ২৩/ডি ১৩৮১নং একটি ট্রাকের চালকের কেবিনে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রাকটিও জব্দ করা হয়ে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল ৭৫ বোতল, বিভিন্ন প্রকার মদ ১০৩ বোতল ও অ্যামপুল রয়েছে ১৩৬৩টি।

তিনি বলেন, মঙ্গলবার তদন্ত সাপেক্ষে জব্দকৃত মাদকদ্রব্য, আটককৃত ট্রাক ও সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহাবুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।