ধীর গতিতে পানি কমায় বেড়েই চলছে বানভাসিদের দুর্ভোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২২ জুন ২০২২
মানবেতর জীবনযাপন করছেন বানভাসিরা

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও নদ-নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে ধীরগতিতে পানি কমায় দুর্ভোগ বেড়েই চলছে বানভাসিদের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্লাবিত হয়ে পড়া ঘরবাড়ি এবং নৌকায় অবস্থান করা মানুষজন। বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকটে পড়েছেন তারা। মিলছে না পশুর খাদ্যও।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিস সূত্রে জানা যায়, বুধবার সকালে ধরলার পানি সেতু পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

jagonews24

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্ল্যাহ আল মামুন জাগো নিউজকে বলেন, ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপৎসীমার ওপরে থাকলেও নদ-নদীর পানি সামান্য কিছুটা কমেছে। এতে ধীর গতিতে কমতে শুরু করেছে বন্যার পানি।

এদিকে বানভাসিদের জন্য সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন অনেকই।

সদর উপজেলার ঝুনকার চরের আকলিমা বেগম বলেন, ‘ঘরে-বাইরে পানি থাকায় কয়েকদিন ধরে চুলা জ্বালাতে পারছি না। ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে দিন পার করছি।’

চিলমারীর নয়ারহাট ইউনিয়নের বাসিন্দা আইনুল মিয়া বলেন, ‘বন্যার পানিতে ঘর-বাড়ি তলিয়ে থাকায় পরিবার নিয়ে খুব কষ্টে আছি। এরমধ্যে চারণভূমি তলিয়ে থাকায় গরু ছাগলগুলোকে খাওয়াতে পারছি না।’

jagonews24

সদরের শিপেরপাচী এলাকার জব্বার মোল্লা বলেন, ‘কয়েকদিন ধরে পানিবন্দি দিন যাপন করলেও এখনো ত্রাণ সহায়তা পাইনি। সবাই শুধু ছবি তুলে নিয়ে যায়।’

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারিভাবে ত্রাণ তৎপরতার পাশাপাশি বেসরকারিভাবেও কিছু এলাকায় শুরু হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সাধ্যমত বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ৯ উপজেলার বন্যাকবলিত মানুষের জন্য ৩৩৮ টন চাল, নগদ ১৬ লাখ ৫০ হাজার টাকা, ১ হাজার প্যাকেট শুকনো খাবার, ১৮ লাখ ৯৫ হাজার টাকার শিশু খাদ্য ও ১৭ লাখ ৭৫ হাজার টাকা গো-খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। যা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

মাসুদ রানা/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।