ধুনটে বন্যার পানিতে শিশু নিখোঁজ
প্রতীকী ছবি
বগুড়ার ধুনটে বন্যার পানিতে পড়ে আতিক হাসান (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (২২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আতিক উপজেলা গোসাইবাড়ি পুর্বপাড়ার কমল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, যমুনা নদীর অব্যাহত পানি বৃদ্ধির ফলে শিমুলবাড়ি গ্রামের সড়কটি পানিতে ডুবে গেছে। সেখান দিয়ে পানির স্রোত বইছে। বুধবার দুপুরে আতিক হাসান ভাইয়ের হাত ধরে পানি মাড়িয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় কালভার্টটির কাছে পৌঁছলে পানি তীব্র স্রোতে আতিক হাত ফসকে ভেসে যায়।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার হামিদুল ইসলাম জানান, অনেক চেষ্টা করেও শিশুটিতে পাওয়া যায়নি। গভীর পানি ও স্রোত থাকায় ডুবুরি ছাড়া শিশুটিকে খুঁজে পাওয়া সম্ভব না। রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে উদ্ধার অভিযান শুরু হবে।
আরএইচ/এএসএম