বিলবোর্ড নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২২ জুন ২০২২

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর সুরতরঙ্গ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন টঙ্গীর আউচপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জুলহাস ও রসুলবাগ এলাকার জিলু মিয়ার ছেলে মো. সায়েম।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে টঙ্গীর সুরতরঙ্গ সড়কে একটি দোকানের বিলবোর্ড নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জুলহাস ও সায়েম। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদা বলেন, ওই দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।