বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে প্রাণ গেলো যুবকের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২২ জুন ২০২২
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে আল-আমিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) সন্ধ্যায় শ্রীনগর ইউনিয়নের জাফরনগর মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন উপজেলার শ্রীনগর মাধবপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বৈদ্যুতিক খুঁটি থেকে বসতবাড়িতে সংযোগ নিচ্ছিলেন আল-আমিন। সংযোগ নেওয়ার সময় অসাবধনতাবশত একটি মূল তার ছিঁড়ে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।