সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সেন্টু মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৩ জুন ২০২২
সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সেন্টু

নাটোরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান সেন্টু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নাটোর শহরের নিজ বাসভবনে তিনি মারা যান। তার ছোট ভাই আজিজুর রহমান জেন্টু বিষয়টি নিশ্চিত করেন।

মজিবর রহমান সেন্টু ছাত্রলীগের সক্রিয় নেতা থাকাবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। ১৯৮৪ সালে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে যোগ দেন। এরপর তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

তিনি দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নাটোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

রেজাউল করিম রেজা/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।