ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৪ জুন ২০২২

দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল হোসেন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাজ্জাদ হোসেন (১৭) এক কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল হোসেন জেলার নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। আহত সাজ্জাদ হোসেন একই এলাকার হেলাল হোসেনের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে বিরামপুর থেকে মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন ওই দুজন। পথে বেলডাঙ্গা এলাকায় ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

ওসি সুমন কুমার মহন্ত বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাহাবুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।