সিরাজগঞ্জে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৪ জুন ২০২২
গাঁজাসহ র‌্যাবের হাতে আটক মাদক কারবারিরা

সিরাজগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক করেছে র‍্যাব। শুক্রবার (২৪ জুন) দুপুরে জেলার রায়গঞ্জ থানার মা ফুড গার্ডেনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার দৌলতপুর এলাকার খোকন মিয়ার ছেলে আব্দুর রহিম (৩৪), ময়মসিংহের বিটপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে সোলাইমান মিয়া (২২) ও একই জেলার মৃত মইনুদ্দিনের ছেলে শাওন মিয়া (২২)।

র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।