জামালপুরে ধরা পড়লো ১২ কেজির কাতলা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সুবর্ণখালি নদীতে ১২ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে।
রোববার (২৬ জুন) ভোরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ সংলগ্ন এলাকায় সফের মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে নদীর পাড় থেকে সামস উদ্দিন চেয়ারম্যান মাছটি কিনে নেন।
স্থানীয় সূত্র জানায়, রাতে উপজেলার গাছ বয়ড়া এলাকার সফের জেলে সুবর্ণখালি নদীতে জাল ফেলেন। হঠাৎ তিনি বুঝতে পারেন তার জালে একটি বড় মাছ ধরা পড়েছে। মাছটি তিনি সারারাত পানিতে বেঁধে রাখেন। সকালে বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় করেন। পরে দুপুরে পোগলদিঘা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন ৮৫০ টাকা কেজি দরে ১০ হাজার ২০০ টাকায় ক্রয় করেন।
ক্রেতা সামস উদ্দিন চেয়ারম্যান জাগো নিউজকে বলেন, মাছটি ধরার সময় সঙ্গে ছিলাম। পরে আমি মাছটি ক্রয় করি।
জেলে সফের আলী জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে এ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। রাতে প্রতিদিনের ন্যায় জাল ফেলি। পরে বুঝতে পারি জালে কাতলা ধরা পড়েছে। সারারাত নদীতে বেঁধে রাখার পর দুপুরে বিক্রি করি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বলেন, এ মৌসুমে মাছের ডিম ছাড়ার মোক্ষম সময়। তাই সবধরনের মাছ প্লাবন ভূমিতে ডিম ছাড়ার সময় চলে আসে। এ সময় তারা অনেক দুর্বল থাকে। তাই জেলের জালে মাছগুলো ধরা পড়ছে।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস