বগুড়ায় পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৮ জুন ২০২২

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুরে গোসল করতে নেমে নজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নজরুল উপজেলার সান্তাহার পৌর শহরের কলাসা কোচকুড়িপাড়া মহল্লার মৃত গৌরি মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানিয়রা জানায়, বৃদ্ধ নজরুল ইসলাম প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। বেশ কিছু সময় পার হলেও তিনি বাড়িতে ফিরছিলেন না। পরে প্রতিবেশিরা পুকুরের পাড়ে বৃদ্ধের লাঠি ও লুঙ্গি দেখে বাড়িতে খবর দেন। খবর পেয়ে বৃদ্ধের ছেলে শাওন পুকুরে ঝাঁপিয়ে পড়েন। একপর্যায়ে পানিতে তলিয়ে যাওয়া মরদেহ খুঁজে পান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।