বগুড়ায় আবাসিক হোটেল থেকে ৩৮ জন আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৯ জুন ২০২২
আটকদের পুলিশ ভ্যানে তোলা হয়

বগুড়া পৌর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩৮ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৫ জন নারী। এদের অধিকাংশের বাড়ি বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ফেনী, নেত্রকোনা, ভোলা, টাঙ্গাইল, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, নওগাঁ, দিনাজপুর, বরিশাল ও নাটোর।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জাগো নিউজকে বলেন, সদর থানা পুলিশের অভিযানে শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ৩৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।