‘আমার ছেলেটাকে পিটায় মারছে, বিচার চাই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ৩০ জুন ২০২২

ছাত্রলীগ কর্মী বাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ ও নিহতের স্বজনেরা।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ জানানো হয়।

হত্যাকারীদের দ্রুত আটক ও বিচারের দাবিতে এ সময় বক্তব্য রাখেন নিহত ছাত্রলীগ কর্মী বাবলুর মা মনোয়ারা বেগম, ভাবি নুসরাত জাহান, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফী, জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

মানববন্ধনে নিহত বাবলুর মা মনোয়ারা বেগম বলেন, আমার সাধাসিধা ছেলেকেটাকে চেয়ারম্যানের সামনে তাদের লোকজন পিটায় মারছে। আমি এর বিচার চাই।

জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ বলেন, বাবলু আমাদের একনিষ্ঠ ছাত্রলীগ কর্মী ছিলো। তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। যা মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত হত্যাকারীদের শাস্তি দাবি করছি।

২৮ জুন সকালে ছাত্রলীগ কর্মী বাবুলের বাবার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে জেলা সদরের বেলগাছা ইউনিয়নের নীলকন্ঠ গ্রামে সালিশি বৈঠক হয়। ওই বৈঠকে বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়ার উপস্থিতিতে উভয় পক্ষের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটলে এক পর্যায়ে বাবলুর মাথায় আঘাত করে প্রতিপক্ষ। আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাসুদ রানা/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।