নাটোরে বন্ধুকে হত্যায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ৩০ জুন ২০২২
দণ্ডপ্রাপ্ত মাসুদ রানাকে কারাগারে নেওয়া হচ্ছে

নাটোরে বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে হত্যায় মাসুদ রানা (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম জানান, বেড়ানোর কথা বলে জুয়েলকে ডেকে নেয় মাসুদ রানা। পরদিন লালপুর উপজেলার মোমিন গ্রামের মঞ্জিলপুকুর কলেজ সংলগ্ন স্থানে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ২০১৬ সালের ২৬ জুন নিহতের বাবা জহুরুল ইসলাম তিনজনকে আসামি করে মামলা করেন।

পরে অভিযুক্তরা জানান, মোটরসাইকেলে করে যাওয়ার সময় ডাকাতের আক্রমণে জুয়েল মারা যান। মামলার পর পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে শুনানি শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। আয়নাল ও মুকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়।

রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।