বগুড়ায় বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ৩০ জুন ২০২২
বগুড়ায় করোনার বিধিনিষেধ মানাতে কাজ করছে জেলা প্রশাসন

করোনা সংক্রমণরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে বগুড়ায় জেলা প্রশাসন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুন) সকাল থেকে শহরের সাতমাথাসহ বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম এই সচেতনামূলক কার্যক্রম পরিচালনা ও মাস্ক বিতরণ করেন।

এসময় তিনি বলেন, শহরে অধিকাংশ মানুষ মাস্ক ছাড়া চলাচল করছে। অনেকেই মাস্ক ছেড়ে এসেছেন, ভুল করে পরেননি এ ধরনের নানারকম অজুহাত দিচ্ছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মানুষের মধ্যে মাস্ক পরিধান নিয়ে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন কাজ শুরু করেছে। এটি অব্যাহত থাকবে। সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে। বাড়ির বাইরে বের হলে মাস্ক পরতে হবে।

জেলা প্রশাসনের সচেতনতামূলক এই কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের এই ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে মন্ত্রিপরিষদ বিভাগ কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুসারে মাস্ক পরা, জনসমাগম যথাসম্ভব বর্জন এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনসহ ছয় দফা নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনা মানাতে মাঠে কাজ করছে জেলা প্রশাসন।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।