বাড়িতে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

অভিযুক্ত মন্টু মিয়া
বগুড়ার শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মন্টু মিয়া (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১ জুলাই) মধ্যরাতে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্র জানায়, ১৫ জুন উপজেলার আমিনপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মন্টু মিয়া এক গৃহবধূকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। এসময় ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হওয়ায় মন্টু মিয়া নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গত ১৬ জুন মামলা করেন। পরে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, অভিযুক্ত মন্টু মিয়াকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণে থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/জেআইএম