পদ্মার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৩ জুলাই ২০২২
মানববন্ধনে অংশ নিয়েছেন স্থানীয়রা

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সামনে ‘পদ্মা ভাঙন থামাও, হরিরামপুর বাঁচাও’ নামের ফেসবুক গ্রুপ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, যুবসমাজ, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পদ্মা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল, হারুকান্দি ইউপি চেয়ারম্যান শেখ মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন অধিকারী, অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ সূত্রধর, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পবিত্র শাখারি, যুব ও ক্রীড়া সম্পাদক বঙ্কিম চক্রবর্তী, ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা চায়না, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান মিল্টন, কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে ভাঙনের শিকার হচ্ছে পদ্মা পাড়ের মানুষ। বসতবাড়ি, ফসলি জমিসহ নানা প্রতিষ্ঠান এর মধ্যেই বিলীন হয়ে গেছে পদ্মায়। উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ৯টি ভাঙনের শিকার হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে এ অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন। তাই অবৈধ ড্রেজার বন্ধ করে ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি জানান তারা।

বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।