নাটোরে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৪ জুলাই ২০২২

নাটোরের সিংড়ায় পিকআপের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌগ্রাম মুচি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল আজিজ (৩৫) ও আব্দুল কুদ্দুস (৪২)। আব্দুল আজিজ সিংড়ার বিয়াস গ্রামের আইনুল হকের ছেলে ও আব্দুল কুদ্দুস পাটুরিয়া গ্রামের জোফিল উদ্দিনের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকি জানান, বগুড়াগামী পণ্যবোঝাই একটি পিকআপ চৌগ্রাম মুচি পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকচালক আব্দুল আজিজ মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুল কুদ্দুসের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।