নদীতে পাথর তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৫ জুলাই ২০২২

পঞ্চগড়ে করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মো. লিনজু (১৮) নামে এক পাথর শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ জুলাই) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার বিকেলের ওই নদীতে পাথর তোলার সময় নিখোঁজ হন লিনজু। পাথর তোলার সময় ওই তরুণ নদীর পানিতে তলিয়ে যান বলে ধারণা স্থানীয়দের। নিহত লিনজু নিমনগর এলাকার সাবেদ আলীর ছেলে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরের পর নদীতে পাথর তুলতে যান লিনজু। পাথর তোলার পর অন্য শ্রমিকরা বাড়ি ফিরলেও লিনজু বাড়িতে ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন।

পরে স্থানীয়দের সঙ্গে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরাও নদীতে নেমে খোঁজ করেন। এরপর রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীর প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার বিকেল ৪টার দিকে তেলীপাড়া এলাকায় করতোয়া নদীতে ওই শ্রমিকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

নিহত লিনজুর প্রতিবেশী আনিসুর রহমান বলেন, ধারণা করছি লিনজু মৃগী রোগী ছিলেন। পাথর তোলার সময় কোনোভাবে তিনি পানিতে তলিয়ে যান।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, রোববার সন্ধ্যার পর থেকে করতোয়া নদীতে নেমে গভীর রাত পর্যন্ত খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে রংপর থেকে ডুবুরি দল এনেও খুঁজে পাওয়া যায়নি। তবে নিহত লিনজু মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে আমরা জানতে পেরেছি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, পাথর তুলতে গিয়ে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সফিকুল আলম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।