সরিষাবাড়ীতে বিলে ডুবে তরুণের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৫ জুলাই ২০২২
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে বিলে গোসলে নেমে শরিফুল ইসলাম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের বাগআছরা গ্রামের বিল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।

নিহত শরিফুল বাগআছরা গ্রামের আমানত আলীর ছেলে। তিনি একটি মাদরাসার কোরআনের হেফজ শিক্ষক।

স্থানীয়রা জানান, হাফেজ শরিফুর সকাল ৯টার দিকে বাড়ির পার্শ্বে বিলে গোসল করতে নেমে নিখোঁজ হন। এসময় পরিবার ও এলাকাবাসী অনেক খোঁজাখুজি করলেও সন্ধান মেলেনি। পরে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে দুপুরে শরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. নাসিম উদ্দিন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।