ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন বহুতল ভবন, জরিমানা ৩৮ লাখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৫ জুলাই ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকায় অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণের অভিযোগে চার মালিককে ৩৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (নেজারত) কিশোর কুমার দাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জাগো নিউজকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কিছু জায়গায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ছয়তলার বেশি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মৌলভীপাড়া, মুন্সেফপাড়া, পূর্ব পাইকপাড়ায় ও হালদারপাড়ায় চারটি ভবনের মালিককে ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে তিনটি ভবনের মালিকদের ১০ লাখ টাকা করে এবং একটি ভবনের মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। তারা সবাই জরিমানার টাকা আদায় করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাহী কর্মকর্তা শামসুদ্দিন জাগো নিউজকে বলেন, অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের বিষয়ে জেলা ভূমি-ইমারত নির্মাণ কমিটিতে আলোচনা হয়। বিষয়টি জেলা প্রশাসনের কমিটি দেখে। অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সঙ্গে আমার একজন উপ-সহকারী প্রকৌশলী ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।