ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর
নাটোরের সিংড়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আ. রহমান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর জামাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
শিশু আ. রহমান সোনাপুর গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে। সে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, বিকেল ৩টার দিকে মাটিবাহী ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আ. রহমান। এ সময় চালককে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ও চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান স্বপন মোল্লা।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় চালককে আটক এবং দুটি ট্রাক্টর ও একটি ভেকু জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেজাউল করিম রেজা/এসআর/এএসএম