ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৬ জুলাই ২০২২
ফাইল ছবি

নীলফামারীর ডোমারে সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাসিনুর রহমান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ জুলাই) বিকেলে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যান হঠাৎ বিকল হয়ে যায়। তিনি ফ্যান মেরামত করতে সানশেডের ওপর ওঠেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।