গাড়ির চাপ থাকলেও ঢাকা-ময়মনসিংহ সড়কে নেই যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:০২ পিএম, ০৭ জুলাই ২০২২

যানবাহনের চাপ থাকলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নেই। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে ধীর গতিতে চলেছে যানবাহন।

তবে সন্ধ্যার পর থেকে যাত্রীদের চাপ বাড়তে পারে বলে ধারণা করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

jagonews24

গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমদ সরকার জানান, ঈদে কারখানা ছুটির পর শ্রমিকরা বাস স্ট্যান্ডের দিকে আসতে থাকেন। যেহেতু সব পোশাক কারখানা সঙ্গে ছুটি হয়নি তাই সড়কে যাত্রীর সংখ্যাও কম।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, মহাসড়কে যানজট এড়ানোর জন্য টঙ্গী থেকে চন্দনা চৌরাস্তা কোনাবাড়ি, জয়দেবপুর সব স্থানে পুলিশ তৎপর রয়েছে। পশুবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছানোর জন্য পুলিশ বিশেষ নজর দিচ্ছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।