নীলফামারীতে ট্রেনের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৯ জুলাই ২০২২
ফাইল ছবি

নীলফামারীর ডোমারে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মন্টুয়া (৬০) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) রাতে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মন্টুয়া ডোমার থানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দীর্ঘ দিন কর্মরত ছিলেন। তিনি ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ড থানাপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে খুলনা থেকে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি ডোমার স্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল। ওই সময় স্টেশন থেকে ৫০০ গজ দূরে রেললাইন পার হওয়ার সময় মন্টুয়া ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।