ঈদের রাতে ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৪০ এএম, ১১ জুলাই ২০২২
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নয়ন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১০ জুলাই) রাত ৯টার দিকে পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের এক নম্বর কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আরামবাগ ও এক নম্বর কলোনির যুবকদের মধ্যে কয়েক বছর আগে থেকে বিরোধ চলে আসছিল। এরই জেরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়নকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।

এলাকাবাসী নয়নকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) রেফার্ড করা হয়। পরে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।