হবিগঞ্জ শহরের প্রবেশমুখে চামড়ার স্তূপ, দুর্গন্ধে ভোগান্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১১ জুলাই ২০২২

হবিগঞ্জ শহরের প্রবেশমুখ শায়েস্তানগরে কয়েকশো গরুর চামড়া প্রক্রিয়াজাত করছেন মৌসুমি ব্যবসায়ীরা। সেখানে রাস্তার ওপরেই চামড়ার সব উচ্ছিষ্ট পরিষ্কার করছেন তারা। এতে দুর্গন্ধে স্থানীয়রা টিকতে পারছেন না।

সোমবার (১১ জুলাই) দুপুরে সরেজমিন ঘুরে জানা যায়, রোববার বিকেল থেকে শহরের বিভিন্ন এলাকার কোরবানির পশুর চামড়া সংগ্রহ শুরু করেন মৌসুমি ব্যবসায়ীরা। তারা এসব চামড়া নিয়ে জড়ো করেন শায়েস্তানগর বাজার সংলগ্ন রাস্তার পাশে। চামড়াগুলো রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। এছাড়া চামড়া থেকে পশুর কান, শিং, চামড়ার টুকরো অংশ ও রক্তসহ বর্জ্য রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়। এ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ নিয়ে ওই রাস্তায় চলাচলকারী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বলেন, শহরের প্রবেশমুখে এভাবে রাস্তার ওপর কোরবানির বর্জ্য ফেলে মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। এসবের জন্য আগেই তাদের নির্ধারিত কোনো জায়গা করে দেওয়া উচিত ছিল। এমন ব্যস্ততম রাস্তায় বর্জ্য ফেলা এবং চামরা প্রক্রিয়াজাত করা মোটেও ঠিক হয়নি।

jagonews24

জানতে চাইলে হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. আতাউর রহমান সেলিম বলেন, কোনো অবস্থাতেই রাস্তায় এসব বর্জ্য ফেলা যাবে না। চামরা প্রক্রিয়াজাতও করা যাবে না। মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। কেউ এমনটি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে হবিগঞ্জ বিসিকের এজিএম অর্জুন কুমার বিশ্বাস বলেন, যত দ্রুত সম্ভব ময়লা পরিষ্কার করার জন্য তাদের বলে দিয়েছি। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।