হবিগঞ্জের ১৫ হাজার মানুষের ঈদ কেটেছে আশ্রয়কেন্দ্রে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১১ জুলাই ২০২২

হবিগঞ্জে এবার ১৫ হাজার ৩৯৯ জন মানুষের ঈদ কেটেছে আশ্রয়কেন্দ্রে। তবে এসব বানভাসি মানুষের মুখে হাসি ফোটাতে খাবার নিয়ে ছুটেছে জেলা ও উপজেলা প্রশাসন। তাদের মাঝে মাংস, পোলাওসহ রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

আজমিরীগঞ্জের মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বসবাস করা হাসান মিয়া জানান, ২৩ দিন ধরে তিনি পরিবার-পরিজন নিয়ে সেখানে বসবাস করছেন।

তিনি বলেন, আমি গরিব মানুষ। তাই কোরবানি দেওয়া সম্ভব হয় না। তবুও অন্য বছর নিজের সাধ্যমতো ছেলেমেয়ের জন্য নতুন কাপড় কিনে দিই। বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। ঈদের দিন বাড়িতে পোল্ট্রি মুরগি হলেও নেওয়া হয়। কিন্তু এ বছর ঈদ কাটছে আশ্রয়কেন্দ্রে। তাই খাবারের আয়োজন করব কীভাবে? ছেলে কান্নাকাটি করছে, একটা কাপড় কিনে দিতে পারিনি।

jagonews24

রাজিয়া খাতুন বলেন, গরিব হলেও অন্য বছর ঈদের দিন আমাদের বাড়িতে অনেক আয়োজন করা হয়। স্বামী-সন্তানদের নিয়ে অনেক আনন্দ-ফুর্তি করি। পাড়া প্রতিবেশীরা গোশত দেয়। কিন্তু এবার আশ্রয়কেন্দ্রে আছি। তাই এক প্লেট সেমাইও ছেলেমেয়েদের মুখে তুলে দিতে পারিনি।

জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা নাভিদ সারোয়ার হবিগঞ্জে ১৫ হাজার মানুষের আশ্রয়কেন্দ্রে ঈদ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাখাই উপজেলার বামৈ সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যা দুর্গতদের হাতে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উন্নতমানের খাবার তুলে দেন জেলা প্রশাসক ইশরাত জাহান। আশ্রয়কেন্দ্রে সবার সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

jagonews24

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসক ইশরাত জাহান লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের সঙ্গে ঈদের শুভচ্ছো বিনিময় করেন এবং তাদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উন্নতমানের খাবার তুলে দেন।

এদিকে, আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে খিচুড়ি দেওয়া হয়। আজমিরীগঞ্জের ইউএনও সুলতানা সালেহা সুমি বলেন, দুপুরে আজমিরীগঞ্জের আশ্রয়কেন্দ্রগুলোতে ভালোমানের ভুনা খিচুড়ি বিতরণ করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।