জাপার সাবেক এমপি খোরশেদ আরা হক আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৪৫ এএম, ১৩ জুলাই ২০২২

কক্সবাজার সদর সংরক্ষিত আসনের (জাতীয় পার্টির ) সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হক (৮৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খোরশেদ আরা হক সদালাপী একজন নিবেদিত সমাজকর্মী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে কক্সবাজারের বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর অবস্থার অবনতি হলে লাইফ সার্পোটে রাখা হয়। তবে শত চেষ্টা করেও চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেনি। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (১২ জুলাই) বাদ আসর কক্সবাজারের বায়তুস শরফ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে শহরের বইল্যাপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, খোরশেদ আরা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি)। এছাড়াও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

 সায়ীদ আলমগীর/আরএডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।