সোনামসজিদ স্থলবন্দরের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৩ জুলাই ২০২২

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৩ জুলাই) বিকেল পাঁচটার ৪৫ মিনিটে এ তথ্য জানিয়েছেন শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রজব আলী।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এই অগ্নিকাণ্ডে তিনটি ভারতীয় ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব নয়।

এর আগে বুধবার বিকেল চারটার দিকে সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোহান মাহমুদ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।