মহানন্দায় ফের ধরা পড়লো ৩০ কেজির বাঘাইড়
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে আবারও ধরা পড়েছে ৩০ কেজি ওজনের বাঘাইড়। শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ২০ যুবক জাল দিয়ে মাছটি ধরেন। পরে তারা মাছটি ভাগাভাগি করে নেন।
স্থানীয়রা জানান, দুপুরে বাংলাবান্ধা গ্রামের ২০ জন যুবকের একটি দল মহানন্দা নদীতে মাছ ধরতে যায়। টানা জাল নদীতে ফেললে তারা বড় ধরনের মাছের অবস্থান বুঝতে পারেন। পরে সবাই এক হয়ে মাছটি নদী থেকে ডাঙ্গায় তোলেন।
মাছ ধরা যুবকদের একজন মনির হোসেন বলেন, আমরা বাঘাইড় মাছটি বিক্রি না করে ২০ জন মিলে ভাগাভাগি করে নিয়েছি। মাছটি বাড়িতে নিয়ে এলে উৎসুক জনতা দেখার জন্য ভিড় শুরু করেন।
এর আগে গত ৫ জুলাই বাংলাবান্ধা ইউনিয়নের একই নদীতে আরেকটি ৩০ কেজি ওজনের বাঘাইড় ধরা পড়েছিল। স্থানীয় বাজারে মাছটি কেটে প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
সফিকুল আলম/এসজে/এএসএম