ছাত্রলীগ নেতা হত্যা: দায়িত্বে অবহেলায় দুই এসআই প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৮ জুলাই ২০২২
নিহত ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার

নোয়াখালীর বেগমগঞ্জের ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের দুই উপপরিদর্শকে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৭ জুলাই) রাতে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহারকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন, বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ও জাহিদ হোসেন।

ওসি বলেন, হাসিবুল বাশার হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের নির্দেশে ওই দুই উপপরিদর্শককে শনিবার (১৬ জুলাই) রাতে নোয়াখালী পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে আগের দায়ের হওয়া একটি মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই কামরুজ্জামান। এছাড়া গোপালপুর ইউনিয়নের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন এসআই জাহিদ হোসেন।

ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হত্যাকাণ্ডের পর ওই দুই কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গত ১৩ জুলাই তাদেরকে প্রত্যাহারের নির্দেশ দেন বলে জানান ওসি।

এর আগে গত ৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের সুবহান মার্কেট এলাকায় হাসিবুল বাশারকে (২৫) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ প্রধান আসামি হাসানসহ পাঁচজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। এর মধ্যে আসামি হাসান (৩১) ও জয় (২১) দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।